Ticker

6/recent/ticker-posts

সুন্দরগঞ্জে কৃষি উৎপাদনে বড় বাঁধা ইট ভাটা



শেখ মোঃ সাইফুল ইসলাম, সুন্দরগঞ্জ, গাইবান্ধা :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পরিবেশ, সাস্থ্য ও কৃষি উৎপাদনে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি করেই চলেছে ব্যাঙগের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ইট ভাটা। 

ভাটা মৌসুম আসলেই প্রতিবারে দেখা যায়, দু-একটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে

বিশিষ্ট জনরা বলছেন, একটি ইট ভাটায়, রাষ্ট্রের  লাভের থেকেও ক্ষতির পরিমাণ অনেক বেশি। 

কৃষি উন্নয়ন দেশে কৃষি জমির উপর ঘনবসতি এলাকায় ইট ভাটা নির্মাণ করার ফলে কৃষি উৎপাদনে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে ইট ভাটা। 

ক্ষতি হচ্ছে রাষ্ট্র ও জনগণের, কৃষি জমির উৎপাদন বৃদ্ধি করা জমির উপরিভাগ উর্বর মাটি কেটে নেয়া হয় ইট ভাটায়। 

যে কৃষি জমি থেকে মাটি কেটে নেয়া হয়, সেই জমি উৎপাদন ক্ষমতা হাড়িয়ে ফেলে, পূর্ণরায় উৎপাদন ক্ষমতা ফিরিয়ে পেতে সময় লাগে ৪/৫ বছর। 

অন্যদিকে সাধারণ মানুষের মাঝে ইট ভাটার কালো ধোঁয়া থেকে রোগ ছড়ায়। 

ইট ভাটার অবৈধ মাটি বহন কারী কাঁকড়া গাড়ি দেশের উন্নয়ন রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি করেই চলেছে। 

এলজিডি সুত্রে জানা যায়, সরকার দেশের উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন, সেই উন্নয়নে আঘাত হানছে ইট ভাটার মাটি বহনকারী অবৈধ কাঁকড়া গাড়ি। 

সাস্থ্যবিদরা বলছে, প্রতিটি ইউনিয়নে দু-একটি করে ইট ভাটা নির্মাণানের কারণে ইট ভাটার কালো ধোঁয়া মানুষের সাস্থ্যে ব্যাপক রোগব্যাধী ছড়াচ্ছে। 

পরিবেশ বিদরা বলছে, আমাদের সোনার বাংলা ছিল, ৬ রিতুর দেশে পরিচিত বাংলাদেশ, বর্তমানে ইট ভাটা পরিবেশের যে, ভাবে ক্ষতি করে চলছে, তাতে করে কিছু দিনের মধ্যে প্রতি মাসেই রিতুর পরিবর্তন ঘটতে পারে। 

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, সুন্দরগঞ্জ উপজেলায় ভাটা গুলো কৃষি জমির উপর নির্মাণ করা, কোন পরিত্যক্ত জায়গায় নয়, সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদনে বড় ধরনের বাঁধা সৃষ্টি করেছে ইট ভাটা। 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ উপজেলায় ২০ টির উপরে কৃষি জমির উপর নির্মাণ করা হয়েছে ইট ভাটা।

Post a Comment

0 Comments