বগুড়া জেলা প্রতিনিধিঃ
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনটে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই,এম নুরুন্নবী তারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকরামুল ইক, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল সাজ রিজন, সহকারী ভূমি কর্মকর্তা নুরুল আমিন, এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফিজ উদ্দিন। মেলায় উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
0 Comments